লটবহরের চরকি – বিক্রম শেঠ
সকাল থেকে শুরু হয়ে দিন পেরিয়ে সাঁঝে, লম্বা আর বিচ্ছিরি এক প্লেনযাত্রার মাঝে – কচিকাঁচার কান্নাকাটি ভাঙে ধৈর্যের বাঁধ; ছলকে পড়া হুইস্কি ঢাকে খাবারের মেকী স্বাদ। এমনি এক উড়াল শেষে মালপত্র নিতে, দাঁড়িয়ে ছিলাম অধীর সব যাত্রীর সারিতে। ব্যাগেজ ক্লেমের চরকি ঘোরে লটবহর নিয়ে, সফরসাথী এক এক করে যাচ্ছে এগিয়ে। কোনো ব্যাগের দশা ভালো, কেউ…