গরিব লোকটি খাচ্ছে
যদি চিত্রশিল্পী হতাম আমি নিশ্চিত এই কবিতার শিরোনামই হতো আমার সিগনেচার থিম। স্বেচ্ছাচারী সূর্যটা দৌড়ে ঠিক মাথার উপরে গিয়ে দাঁড়ায় যেন সে প্রাচ্যের কোনো এক স্বৈরাচার। গরিব লোকটি হাঁটু গেড়ে তোষামোদের ভঙ্গিতে অনুকরণ করে টমি হিলফিগারের পুরনো কাপড় খণ্ডে একটি ন্যাংটো গাছের মৃতপ্রায় ছায়ার তলে। সে হাতে আগলে আছে পোড়া মাটির একটি বোল— বোলটা কোনো…