দ্বিধা কোরো না, সেই অন্ধকারে উদ্ধত হতে…
অনেকেরই হয়তো মনে আছে, ইন্টারস্টেলার মুভিতে এই কবিতাটার প্রথম কয়েক লাইন ব্যবহৃত হয়েছিলো। ঐ মুভির বাংলা সাবটাইটেল বানানোর সময় অনীক আন্দালিব ভাই আর আমি সেই প্রথম ছয় লাইন অনুবাদ করেছিলাম। পরের অংশটুকু আমি অনুবাদ করেছি বেশ কয়েক বছর পর। And here it is………