জেনি মাসীর বাঘেরা – এড্রিয়েন রিচ

english-powerpoint-aunt-jennifers-tigers-1-638

সবুজ এক পৃথিবীর হলদে সোনালী বাসিন্দা,
পটের ওপর উদ্ধত পদক্ষেপে জেনি মাসীর বাঘেরা।
গাছের নিচের লোকগুলোকে ওদের ভয় নেই;
পায়ে তাদের সাহসী এক দৃঢ়তা।

কাপড়ের ভাঁজে ইতস্তত জেনি মাসীর আঙুল;
সূঁচটাকে টেনে নেওয়াও যেন দুরূহ হয়ে ওঠে।
শাঁখাজোড়া আরও ভারি হয়ে চেপে বসে
জেনি মাসীর হাতের ওপর।

তিনি আর নেই, তাঁর সন্ত্রস্ত হাতদুটোতে এখনও
কর্তার অগ্নিপরীক্ষার বন্ধন।
আর, সেলাই করা পটের উপর তাঁর বাঘেরা
আজও নেচে বেড়ায়, উদ্ধত আর ভয়হীন।

মূল: Aunt Jennifer’s Tigers  by Adrienne Rich

প্রত্যুত্তর দিন

আপনার ইমেইল প্রকাশিত হবে না। Required fields are marked *