সাম্যের গান
সাম্যের গান – মায়া অ্যাঞ্জেলো ঘোষণা করেছো তুমি, তোমার কাছে নিষ্প্রভ আমি এতো ক্ষীণ সে ছবি, যা কাঁচ পেরিয়ে নজরেই পড়বে না, যদিও তোমার সামনে নির্ভীক দাঁড়িয়ে আমি, যা জীবন্ত করে তোলে আমার অধিকার ও মূর্ত সময়। আমার ক্ষীণ কণ্ঠ স্পর্শ করে না তোমার শ্রবণেন্দ্রিয় যা নিছক শ্রবণাতীত এক ফিস্ফিসানি বলে মর্মে পৌঁছায় না তোমার,…