কসমসের পঞ্চম এপিসোড, Blues for a Red Planet এ আপনাদেরকে স্বাগতম। এই এপিসোডে কার্ল সেগান বলেছেন, মঙ্গল গ্রহ নিয়ে যত কেচ্ছা-কাহিনী! কিভাবে মঙ্গল আমাদেরকে হাতছানি দিয়ে ডেকেছে, কারা কারা সেই আহ্বানে সাড়া দিয়েছে। আরো বলেছেন, কিভাবে আমরা সত্যিই আরেক গ্রহে আমাদের পদচিহ্ন এঁকে দেবো একদিন।
অনুবাদক
ফরহাদ হোসেন মাসুম
এপিসোড ৫ বাংলা সাবটাইটেল –
Episode 5 – Blues for a Red Planet, এখানে ক্লিক করে ডাউনলোড করুন
.
সকল এপিসোডের ভিডিও ডাউনলোড লিংক –
কসমস ডাউনলোড লিংক
কসমসের পঞ্চম এপিসোড আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলকে নিয়ে। সেখানে প্রাণ আছে কি নেই, তা নিয়ে অনেক গবেষণা হয়েছে। আমরা সেখানে মনুষ্যবিহীন মহাশূন্যযান পাঠিয়েছি। তারা প্রাণের রসায়ন আর জীববিজ্ঞানভিত্তিক নিরীক্ষা চালিয়েছে। সেখান থেকে একটা প্রশ্ন উঠতে বাধ্য। প্রাণ আসলে কী? প্রাণ কত রকম হতে পারে? সবাই তো শুধু পরমাণু দিয়েই তৈরি। কিন্তু সেই পরমাণুর এক বিশেষ বিন্যাস হচ্ছে প্রাণ। সেটা খুব সুন্দর করে একটা পরীক্ষা দিয়ে বুঝিয়েছেন তিনি।
শেষ পর্যন্ত তিনি বলেছেন, কী হবে যদি আমরা আসলেই মঙ্গলে প্রাণ খুঁজে পাই? কী করবো তখন আমরা? তিনি জোর গলায় বলেছন, মঙ্গলের দাবি মঙ্গলবাসীরই, তা যত ক্ষুদ্রই হোক না কেন। আমাদের উচিৎ, তাদেরকে তাদের মত করে গড়ে উঠতে দেয়া। তাদেরকে ধ্বংস না করা।
কার্ল সেগান, আক্ষরিক অর্থেই শুধু পৃথিবীর নাগরিক নন। তিনি এই কসমসের নাগরিক। শুধু নিজের কথা, নিজের দেশের কথা, নিজের গ্রহের কথা নয়, তিনি ভেবেছেন সকল জগতের প্রাণ নিয়ে। আমাদের উচিৎ, সংকীর্ণ দৃষ্টি পরিহার করে নিজেদেরকে মানুষ হিসেবে আরো উঁচু কোনো অবস্থানে নিয়ে যাওয়া, ঠিক কার্ল সেগানের মতই।