সে সব নারীদের জন্য এই কবিতা যারা “নারীর যৌনাঙ্গ বিকৃতি বা কর্তন” নামক ট্যাবুর ভয়াবহতা সহ্য করেছেন

সে সব নারীদের জন্য এই কবিতা যারা “নারীর যৌনাঙ্গ বিকৃতি বা কর্তন তথা Female genital mutilation” নামক ট্যাবুর ভয়াবহতা সহ্য করেছেন।

নারী যৌনাঙ্গ বিকৃতি”র একজন উত্তরজীবী হচ্ছেন সোমালিয়ান কবি দাহাবু আলী মিউস, নিচে তাঁর লেখা একটি অসাধারণ কবিতা দেয়া আছে। এই কবিতায় ঐসব মহিলাদের যন্ত্রণার কথা বলা হয়েছে যারা “নারী যৌনাঙ্গ বিকৃতি বা কর্তন” এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, যাদেরকে কিনা বিয়ের রাতে নিজের সতীত্বের প্রমাণ দিতে হয়, প্রসবের সময় ভীষণ কষ্টের মাঝেও যারা গর্ভধারণে আনন্দ খুঁজে পায়।

নারীর যত বেদনা

আর যদি আমার বিয়ের প্রথম রাতের কথা বলতে হয়ঃ তাহলে বলি
আমি চেয়েছিলাম প্রণয়স্পর্শ, মধুর চুমু, আলিঙ্গন আর ভালবাসা।
না, কখনোই না!

প্রতীক্ষমাণ এই সময়টা ছিল আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক, ভোগান্তিকর এবং একই সাথে বিষাদময়।
আমি বিবাহ শয্যায় শুয়ে আর্তনাদ করেছি আহতের ন্যায়।
আমি এই মেয়েলি যন্ত্রণার শিকার,
এক জন্তু আমি।
ভোরবেলায়, আমার জন্য উপহাস অপেক্ষা করছে।
আমার মা ঘোষণা করলোঃ
হ্যা আমার মেয়ে সতী।

যখন ভয় আমাকে আঁকড়ে ধরে,
যখন ক্রোধ আমার দেহ হরণ করে,
ঘৃণা যখন হয়ে ওঠে আমার সঙ্গী,
তখন আমি এক মেয়েলি উপদেশ পাই, কেননা এটা শুধুমাত্র মেয়েলি বেদনা,
এবং আমাকে বলা হতো বাকি সব মেয়েলি বিষয়গুলোর মতোই এই মেয়েলি যন্ত্রণাটাও নশ্বর।

যাত্রা চলবে নাকি সংগ্রাম,
যেমনটা ব’লে আধুনিক ইতিহাসবিদেরা।
বিয়ের শ্রী-বন্ধন যেভাবে পূর্ণতা পায়।
যেমন ক’রে আমি বশ্যতা স্বীকার করি এবং বিপরীতে পাই দুঃখ।
আমার পেট দেখতে হয়েছে বেলুনের মতো
সুখের একটি আভাস দেখা দিয়েছে,
একটি প্রত্যাশা, একটি নতুন সন্তান, একটি নব জীবন!

কিন্তু এই নতুন জীবনটা আমার জীবনীশক্তি’কে বিপদগ্রস্ত করছে,
একটি শিশুর জন্ম, আমার উপর বর্তায় মৃত্যু আর ধ্বংসের ক্ষত চিহ্নরূপে!

এটা’কে আমার দাদীমা অভিহিত করেন নারীসত্ত্বার তিনটি দুঃখ হিসেবে।
তিনি বলেন যৌনাঙ্গ কাটার দিন, বিয়ের রাত এবং সন্তান প্রসবের দিন এই হলো নারীসত্ত্বার তিনটি দুঃখ।

যখন ক্ষত মাংসের জলে শিশুটি ভূমিষ্ঠ হচ্ছে, আমি সাহায্যের জন্যে আর্তনাদ করেছি।
ওরা বলে, কোন সহানুভূতি নয়, চেপে ধরো!
এটা শুধুমাত্রই নারীসত্ত্বার বেদনা!

এবং এখন আমি আবেদন করছিঃ
আমি আবেদন করছি হারানো ভালবাসা আর ভেঙে যাওয়া স্বপ্নের জন্যে,
পূর্ণ মানুষ হিসেবে বাঁচার অধিকারের জন্যে।
আমি আবেদন করছি সকল শান্তিপ্রিয় জনগণের কাছে, রক্ষা করুন, সমর্থন করুন
আর ঐ ছোট্ট নিষ্পাপ মেয়েরা যারা কারুর ক্ষতি করেনা তাদের দিকে হাত বাড়িয়ে দিন,
ওরা বাবা-মা আর বড়দের অনুগত, ওরা কেবল একটু হাসতে জানে।
ওদেরকে ভালবাসার জগতে নিয়ে আসুন,
নারীসত্ত্বার বেদনার এই ভয়ঙ্কর জগতে নয়!
–Dahabo Ali Muse

মুলঃ Female Integrity

প্রত্যুত্তর দিন

আপনার ইমেইল প্রকাশিত হবে না। Required fields are marked *