কিভাবে বাংলা সাবটাইটেল ফাইল বানাবেন?

যদি আপনার কাছে কোনো ভিডিওর ইংরেজি সাবটাইটেল থাকে, তাহলে সেখান থেকে বাংলা সাবটাইটেল তৈরি করতে আপনার শুধু দুটো জিনিস লাগবে -১) নোটপ্যাড, ২) অভ্র

এদের মধ্যে নোটপ্যাড আপনার কম্পিউটারেই আছে। আর অভ্র ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে, পেজঃ http://www.omicronlab.com/avro-keyboard.html

উল্লেখ্য, এখানে সাবটাইটেল ফাইল বানানো বা মূলত টাইম কোডগুলো লেখা শেখানো হচ্ছে না, যদিও সেটা অত্যন্ত সহজ। ইংরেজি সাবটাইটেল ফাইল থাকলে কিভাবে বাংলা করবেন, শুধু সেটা দেখানো হচ্ছে। আসুন, পুরো প্রসেসটা ধাপে ধাপে দেখে নিই…

১) ইংলিশ সাবটাইটেল ফাইলটি নোটপ্যাড দিয়ে খুলুন (ফাইলের ওপর Right Button ক্লিক করে Open With > Notepad ক্লিক করুন)

২) ইংলিশ বাক্যটার জায়গায় অভ্র দিয়ে বাংলা অনুবাদ করুন। অন্য কিছু পরিবর্তনের দরকার নেই।

Untitled

৩) সবশেষে, ফাইলটি UFT-8 দিয়ে সেভ করুন। কীভাবে করবেন? ওপরের মেনু থেকে File > Save As > Encoding : UFT-8 > Save

Untitled

.

Untitled

হয়ে গেলো আপনার বাংলা সাবটাইটেল ফাইল তৈরি।

 

প্রত্যুত্তর দিন

আপনার ইমেইল প্রকাশিত হবে না। Required fields are marked *