মনিকা বেলুচ্চির সাক্ষাৎকার – দ্যা টকস, ২০১২

Monica-Bellucci-01

২০১২ সালের আগস্ট মাসের শেষের দিকে অনলাইন ভিত্তিক সাক্ষাৎকার গ্রহণকারী ওয়েবসাইট “দ্যা টকস” (The Talks)-এর মুখোমুখি হয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছিলেন চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সেরা সুন্দরী, ইতালিয়ান অভিনয়শিল্পী মনিকা বেলুচ্চি। আজকের পোস্ট সেই সাক্ষাৎকার নিয়ে।

প্রশ্নঃ খুব সুন্দরী বলেই কি একের পর এক কাজ করে যাচ্ছেন?

মনিকার উত্তরঃ সৌন্দর্য কৌতূহল জাগায়। কিন্তু অস্কার ওয়াইল্ড বলেছেন, যদি আপনার ভেতরে কৌতূহল ধরে রাখার মত কিছু না থাকে, তবে আপনার সৌন্দর্য মাত্র পাঁচ মিনিট স্থায়ী। নিজের ক্যারিয়ার দেখে আমার মনে হয় না যে, শুধুমাত্র সৌন্দর্যের জন্য আমার এত অর্জন। পরিচালকেরা আপনাকে ডাকবেন সৌন্দর্য ও প্রতিভা – দুই কারণেই।

প্রশ্নঃ সৌন্দর্যকে কখনও বাধা মনে হয়েছে?

মনিকার উত্তরঃ অবশ্যই। আমি এসেছি ফ্যাশন জগত থেকে। দ্বিমুখী সমস্যার কবলে পড়ে গিয়েছিলাম আমি। এই ক্যারিয়ার গড়তে সৌন্দর্য ও ফ্যাশন অনেক সমস্যাজনক। সুন্দরী বলে অনেকে ভাবতো, আমি বোকা। কিন্তু এটা অনেকটা মুখোশের মতো। এ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, এবং আপনাকে আবিষ্কারের সুযোগ মানুষকে দিতে হবে।

প্রশ্নঃ এ কারণেই কি আপনি এক্সট্রিম রোল বেছে নিতেন?

মনিকার উত্তরঃ বলতে পারেন।

প্রশ্নঃ আপনি কি মনে করেন, নিজেকে প্রমাণ করতে হবে এখনও?

মনিকার উত্তরঃ বাকিদের কাছে না। নিজের কাছে অবশ্যই।

প্রশ্নঃ আসলেই?

মনিকার উত্তরঃ অবশ্যই। নিজের সামর্থ্য খুঁজে বের করতে হবে আমাকে। কেউ যদি ভালো কোনো আইডিয়া নিয়ে আমার কাছে আসে, ভালো লাগলে আমি অবশ্যই কাজ করবো। আলোচিত হবে, এমন মুভি আমার পছন্দ। যেমনঃ ইরিভারসিবল, ম্যালেনা, দ্য প্যাশন অভ দ্য ক্রাইস্ট। মানবজাতির অন্ধকার দিকটা তুলে ধরতে চাই আমি। এ কারণেই আমি একজন অভিনেত্রী।

প্রশ্নঃ নিজের অভিনীত মুভি কি পরে আর দেখেন?

মনিকার উত্তরঃ আমি সাধারণত এক মুভি দ্বিতীয়বার দেখি না। তবে ম্যালেনার মত মুভি বহু বছর পরে একাধিকবার দেখেছি।

প্রশ্নঃ আপনার স্বামী ভিন্সেন্ট ক্যাসেলও একজন অভিনেতা। যখন তাকে টিভি পর্দায় দেখেন, কেমন লাগে?

মনিকার উত্তরঃ মেসরিন দেখে আমি প্রথমে ওকে চিনতেই পারিনি। পরে একটা পর্যায়ে গিয়ে মুভিতে জেলের ভেতর বাচ্চাদের সাথে ওর ব্যবহার দেখে চিনতে পারি। ভালোই লাগে।

প্রশ্নঃ নিজেদের মধ্যে কাজ নিয়ে কথা হয়?

মনিকার উত্তরঃ একদমই না। আমাদের পৃথিবী দুই রকম। ভিন্সেন্ট আমার বন্ধুদের চেনে না, আমি ওর বন্ধুদের চিনি না। আমরা এক রকম মানুষকে দেখি না, আমাদের জীবনটাও এক রকম নয়। ও ওর মতো করে স্বাধীন, আমি আমার মতো।

প্রশ্নঃ জীবিকার জন্য বাবা-মাকে কী করতে হয়, সেটা আপনার মেয়েরা জানে?

মনিকার উত্তরঃ না। কিছুদিন আগে আমার মেয়ে আমাকে বলেছে, “মা, আমি তোমার মতো হতে চাই। আমি কাজ করতে চাই না। আমি একজন মা হতে চাই। যখন আমার বয়স হবে, তখন আমার মেয়ে কাজ করবে।” আমার মেয়ে মনে করে, আমি কোনো কাজ করি না। এটা আমার জন্য আনন্দের। কারণ ও মনে করে, আমি সবসময় ওর সাথেই আছি।

প্রশ্নঃ একদিন মেয়েটা কি আপনার মত অভিনেত্রী হতে চাইবে?

মনিকার উত্তরঃ আমার মনে হয় না।

প্রশ্নঃ কেন?

মনিকার উত্তরঃ কারণ অভিনয় বিশেষ ধরনের একটা কাজ। যদি সে আমাকে বলে, সে একজন নাইট হতে চায়, তো আমার তাতে আপত্তি নেই। কারণ জীবনে টার্গেট থাকা ভালো। ও যদি চায় তো অভিনয় করবে…

প্রশ্নঃ আপনার পরিবারও কি এমন ছিলো?

মনিকার উত্তরঃ আমার পরিবার ছিলো একদম অন্যরকম। তাই আমার জন্য এই ক্ষেত্রে কাজ করাটা সহজ ছিলো। কিন্তু অভিনেতা অভিনেত্রী পরিবার থেকে এই ক্ষেত্রে কাজ করতে আসাটা খুব একটা সহজ নয়।

(সমাপ্ত)

প্রত্যুত্তর দিন

আপনার ইমেইল প্রকাশিত হবে না। Required fields are marked *