The Gods Must Be Crazy II (1989) বাংলা সাবটাইটেল
প্রথম পর্বের লিংক কালাহারি মরুভূমি। অন্য কেউ এখানে কয়েকদিনের মধ্যেই পিপাসায় মারা যাবে। এই শুষ্ক মরুভূমি দেখতে স্বর্গ মনে হলেও এখানকার ভূ-পৃষ্ঠে কোনো পানি নেই। কিন্তু কালাহারির খর্বকায় গরিমাময় বুশম্যানরা এখানে বেশ আরামেই থাকে, প্রকৃতির সাথে মিলেমিশে। ওরা ২০ হাজার বছর কাটিয়েছে এখানে, কোনো সমস্যা ছাড়াই। কারণ ওরাই পৃথিবীর একমাত্র জাতি যারা ভূ-পৃষ্ঠের পানি ছাড়াই দিব্যি চলতে জানে। যখন আইভরি শিকারীরা উচ্চ-প্রযুক্তিসম্পন্ন যান নিয়ে এই খটখটে…