ফের নিয়ে এলো এখানে এই অসহায় মন,
কী করা যাবে?
দূরে থাকা সইলো না মোর,
কী করা যাবে?
অন্তর বলে চলে, শেষ করে তো এসো;
যে কথার হলো না শেষ,
যে স্মৃতির ফুরালো না রেশ।
যে স্মৃতির ফুরালো না রেশ।
আজ মেনেই নিলাম,
কী করা যাবে?
ভুল যে করেছি আমি
কী করা যাবে?
অন্তর বলে চলে, পূরণ করে তো এসো;
অপূরণ যে দাবানো আশ,
অপূরণ যে দাবানো আঁচ,
অপূরণ যে দাবানো আঁচ।
নিয়তি ও এতে সায় দিলো,
কী করা যাবে?
এভাবেই দেখা হোক আমাদের,
কী করা যাবে?
হৃদয় বলে চলে, একে নিরন্তর করো;
আধেক পথে যা শেষ হলো,
আধেক তিয়াসে যা মিটিলো,
আধেক প্রেমে যা ফুরালো।
কী করা যাবে?
মূল গান- ফির লে আয়া দিল
মূল গীতিকার- Sayeed Quadri