প্রিয়, এ তোমার কেমন অভিমান (রেইনকোট সিনেমার গান)

রেইনকোট সিনেমার Piya Tora Kaisa Abhimaan গানটির অনুবাদ (নিচে আসল গানের লিংক আছে)

female:
প্রিয়, এ তোমার কেমন অভিমান!

male:
কোনো এক মৌসুমী বাতাসের ঝাপ্টা এসেছিলো,
এই দেয়ালে ঝুলতে থাকা ছবিটাকে উড়িয়ে নিয়ে গিয়েছিলো।
গেলো বছরে এই দেয়াল এতটা জীর্ণ ছিল না কিন্তু!

কেন যেন এবার
অনেক জায়গায় শ্যাওলা পড়ে গেলো,
ফাটল ধরে গেলো,
শ্যাওলা এমন ভাবে বইতে লাগলো,
যেমন করে শুকনো গালে ভেজা অশ্রু বয়ে যায়……

female:
ঘন বরষা কদম ফুলের বাহার নিয়ে এলো,
মথুরা থেকে চার বেহারা পালকি নিয়ে এলো,
একবারো এলো না শুধু প্রাণপ্রিয় আমার!
উঠোন জুড়ে এখন শুধুই নিস্তব্ধতা বিরান……
প্রিয়, এ তোমার কেমন অভিমান!

male:
বৃষ্টি গুণগুণ করতো,
এই ছাদের ওপরেই একদিন বৃষ্টি গান গাইতো,
জানালার কাঁচের গায়ে,
আঙ্গুল বুলিয়ে বৃষ্টি চিঠি লিখে দিতো।
আর সেই চিঠি পড়ার জন্য,
আমি আলো জ্বালিয়ে বসে থাকি এখনো…..

female:
দু চোখ থেকে ঝর্ণা ঝরাই,
আপন যমুনা নিজেই বানাই,
স্নান সেরে নেই সেই যমুনায়,
সেই স্নান তো আর শেষ হয় না আমার।

কেশ থেকে যায় শুকনো আমার,
বেশ থেকে যায় জীর্ণ;
মন রয়ে যায় আগের মতই নিষ্প্রাণ,
প্রিয়, এ তোমার কেমন অভিমান!

male:
শূন্য শূন্য সব মধ্যাহ্ন,
যেন জুয়াঘর হারিয়েছে তারুণ্য,
তাস আর পড়বেনা এদিকে ওদিকে,
বাজি ধরার যে আর জুয়াড়ি নেই কোনো……

female:
বলো তো প্রিয়, পরবো কেন এত অলংকার?
কেন সাজবে আমার হাত চুড়ি দিয়ে, পরবো কাঁচের হার?
অঙ্গ জুড়ে লাগাবো যে আমি আজ শুধু চন্দন,
সেই চন্দন এঁটে দেবে মোর নিঃশ্বাসে বন্ধন!

male:
সূর্য ওঠে না,
রাত ও ঘনায় না,
থেমে আছে মুহুর্তের সকল আস্ফালন।

সেই বাতাসের ঝাপ্টায় কী এমন শক্তি ছিলো,
যা এই দেয়ালে ঝুলতে থাকা ছবিটাকে উড়িয়ে নিয়ে গিয়েছিলো……

female:
প্রিয় তোমার,
এ কেমন অভিমান !!

ঋতুপর্ণ ঘোষ পরিচালিত Raincoat সিনেমার অসাধারণ একটা গান –
Version 1- http://beemp3.com/download.php?file=19344438&song=
Version 2- http://beemp3.com/download.php?file=19344437&song=

গানটার অনুবাদ করতে আমাকে উৎসাহিত করেছে শাহরিয়ার আরিফ। আমি মূলত version-1 এর অনুবাদ করেছি, তবে দুই ভার্সনের মধ্যে একটা সমন্বয় করার চেষ্টা করেছি। যেমন, “বলতো প্রিয় পরবো কেন”-এই অনুচ্ছেদটা version-1-এ ছিলোনা; Version-2 তে ছিলো Male এর গলায়, আমি করে দিয়েছি Female. এটাকে বাদ দিতে চাইনি, তাই যোগ করে দিয়েছি এখানেই।

2 thoughts on “প্রিয়, এ তোমার কেমন অভিমান (রেইনকোট সিনেমার গান)

প্রত্যুত্তর দিন

আপনার ইমেইল প্রকাশিত হবে না। Required fields are marked *