কসমস (১৯৮০) এপিসোড ১৩ বাংলা সাবটাইটেল
পৃথিবীর প্রতিনিধিত্ব করবে কে? আমরা একটা যাত্রা শুরু করেছিলাম, বাংলা ভাষাভাষীদের কাছে মাতৃভাষায় কার্ল সেগানের কসমসকে পৌঁছে দেয়ার জন্য। অবশেষে আমরা সেই যাত্রার শেষ পদক্ষেপ নিতে যাচ্ছি। এই পুরো যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি মুষ্টিবদ্ধ কয়েকজনের কাছেও কসমসকে পরিচিত করাতে পেরে থাকি, তাহলেই আমরা সার্থক। ওরাই এখন কসমসের প্রদীপ হাতে নিয়ে আলোকিত করবে…