প্রতিক্রিয়ার যুগে সমাজতন্ত্র
নোয়াম চমস্কি নব্বইয়ে পদার্পণ করতে চলেছেন, তবে তাঁর প্রকাশনার সংখ্যাও সেভাবে বিস্তৃত হচ্ছে। আন্তর্জাতিক বামপন্থার জন্য এটি সৌভাগ্যের বিষয় যে, তিনি এখনো সাক্ষাতকার দেওয়া চালু রেখেছেন। গত ডিসেম্বরে তিনি তাঁর আটাশিতম জন্মবার্ষিকীর কয়েক দিন আগে ম্যাসাচুসেটসের ক্যামব্রিজের কার্যালয়ে বসে আলাপ করেছেন। সাক্ষাতকারটি নিয়েছেন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ছাত্র ভাইওস ত্রিয়ান্তাফিল্লোও। চমস্কি সমাজতন্ত্র, মানুষের প্রবৃত্তি, এবং অ্যাডাম…