শক্তিমান বর্তমান – অনুবাদকদের কথা
(১) ছোটবেলা থেকেই আমার বিষণ্ণতার বাতিক ছিল। কোনো কাজ না থাকলে নির্জন কোন স্থান খুঁজে গাঢ় বিষণ্ণতার মাঝে হারিয়ে যেতে পছন্দ করতাম। তবে চামড়ার ফুটবল নিয়ে খেলা যতটা মজার, সে জায়গায় লোহার বল নিয়ে খেলা ততটাই কষ্ট। খেলতে খেলতে পা রক্তাক্ত হয়ে গেলেও এই খেলা থামানোর কোন উপায় নেই। বড় হবার সাথে সাথে আমার বিষণ্ণতা…