সমকামী যুগলের বিয়ের পক্ষে সুপ্রীম কোর্টের রায়ের পর ওবামার পূর্ণ বক্তব্য
আমাদের জাতি প্রতিষ্ঠিত হয়েছিলো একটা শক্ত ভিত্তিপ্রস্তরের ওপর – আমরা সবাই সমান। বাস্তবতার পরিবর্তনের সাথে সাথে, সেই ভিত্তিপ্রস্তরের বাণীকে বারবার প্রতিষ্ঠা করাই প্রত্যেক প্রজন্মের দায়িত্ব। এক নিরন্তর প্রচেষ্টা চলতে থাকবে, যাতে এই বাণীটা বারবার নিজের ভিত খুঁজে পায় প্রত্যেক আমেরিকানের জন্যেই। এই যাত্রার উন্নতি প্রায়ই আসে ছোটো ছোটো পদক্ষেপে। দুই পা সামনে, তো এক পা…