অস্তিত্বঃ আপনি যা ভুলে গেছেন
শিশুকালে ফিরে যান। মনে পড়ে তখনকার সবচেয়ে আকর্ষণীয় জিনিস গুলো কী ছিলো? আপনি তখন অবাক হতেন, প্রশ্ন করতেন। আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতেন, কী আছে ওখানে? কী আছে ঐ তারাদের পেছনে? কতদিন ধরে চলছে এসব? তখন আপনার মা বলতো, “এগুলো সবসময়ই ছিলো, আসছে, এবং থাকবে। কবে শেষ হবে কেউ জানে না।” একটা বাচ্চা তখন অবাক…