মৃত্যু পরবর্তী স্তুতিঃ উত্তম কুমার’কে নিয়ে সত্যজিৎ।
উত্তম কুমারের মৃত্যুর পর তাঁর প্রতি সশ্রদ্ধ ভক্তি এবং তাঁর কাজ সম্বন্ধে জানাতে লেখাটা লেখেন বাঙলা ছবির জগতে একজন অন্যতম স্রষ্টা সত্যজিৎ রায়। মূলঃ কোলকাতা ক্রোমোজোম আমি যখন প্রথমবার উত্তমকে রূপালী পর্দায় দেখি তখনো আমি সিনেমা বানানো শুরুই করিনি। আমি শুনেছিলাম একজন নতুন নায়কের উত্থান হয়েছে এবং আমি উদগ্রীব ছিলাম সে ঠিক কেমন তা দেখার…