কালাহারি মরুভূমি। অন্য কেউ এখানে কয়েকদিনের মধ্যেই পিপাসায় মারা যাবে। এই শুষ্ক মরুভূমি দেখতে স্বর্গ মনে হলেও এখানকার ভূ-পৃষ্ঠে কোনো পানি নেই। কিন্তু কালাহারির খর্বকায় গরিমাময় বুশম্যানরা এখানে বেশ আরামেই থাকে, প্রকৃতির সাথে মিলেমিশে। ওরা ২০ হাজার বছর কাটিয়েছে এখানে, কোনো সমস্যা ছাড়াই। কারণ ওরাই পৃথিবীর একমাত্র জাতি যারা ভূ-পৃষ্ঠের পানি ছাড়াই দিব্যি চলতে জানে।
যখন আইভরি শিকারীরা উচ্চ-প্রযুক্তিসম্পন্ন যান নিয়ে এই খটখটে এলাকায় আসে, মূলত হাতি শিকারের উদ্দেশ্যে, তখন ওদেরকে পানির ট্যাংক নিয়ে আসতে হয়। যখন পানি ফুরিয়ে আসে, তখন ওদেরকে লেজ গুটিয়ে পালাতে হয়। বুশম্যানদের এই আবাস একদম বিচ্ছিন্ন এবং শান্তিপূর্ণ। ওরা জানেই না যে বাইরের জগৎ কতটা ঘনবসতিপূর্ণ, কতটা কোলাহলময়! এমনকি কালাহারির সীমানায় চলতে থাকা যুদ্ধের ব্যাপারেও ওরা অজ্ঞ।
মাঝে মাঝে কি~কো সবাইকে পৃথিবীর শেষ প্রান্তে যাওয়ার সময়কার গল্প বলে। অদ্ভুত, বড় মানুষগুলোর গল্প বলে। কিন্তু কালাহারির বাইরের মানুষদের কীর্তি বয়ান করা বেশ কষ্ট! সে সবসময় গল্প শেষ করে এই বলে যে, বড় মানুষরা জাদু দিয়ে জিনিস নাড়াতে পারে, ওড়াতেও পারে। কিন্তু ওরা তেমন বিচক্ষণ না, কারণ ঐ জাদুর যন্তর-মন্তর ছাড়া ওরা নিরুপায়।
The Gods Must Be Crazy 2
বাংলা সাবটাইটেল – ডাউনলোড করুন
মুভি ডাউনলোড করার জন্য – গুগল ড্রাইভ লিংক
আরো একবার মজে উঠুন, The Gods Must Be Crazy সিরিজের দ্বিতীয় পর্বের সাথে।