লোকরঞ্জনবাদের ঢেউ, মার্কিন নির্বাচন, মানব জাতির ভবিষ্যৎ ও অন্যান্য
নোয়াম চমস্কি হলেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির ইনস্টিটিউট প্রফেসর এমেরিটাস এবং অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের লরিয়েট প্রফেসর। তিনি ইনস্টিটিউট অফ নিউ ইকোনমিক থিংকিং [আইএনইটি] এর সাথে পররাষ্ট্র নীতি, ইন্টারনেটের যুগে ভিন্ন মত, পাবলিক এডুকেশন, কর্পোরেট আগ্রাসন, আমেরিকার নির্বাচনসমূহে কারা বাগড়া দিচ্ছে, জলবায়ু পরিবর্তন এবং আরও অনেক বিষয় নিয়ে তাঁর ভাবনার কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন লিন…