তাও তে চিং থেকে ৫টি কবিতা
পদ্য-১ যে পথে হাঁটা হয় তাই পথ নয় যে নামে ডাকা হয় তাই নাম নয় নাম আর নামহীন দুটিই তাও নামহীন হল সব কিছুর উৎস আর নাম হল সব কিছুর সূচনা বাসনা মুক্ত হলে অনুভব করবে এর রহস্য আর বাসনায় আচ্ছন্ন হলে অনুভব করবে শুধু বাসনা রহস্য আর বাসনার উৎস একই উৎসের নাম অাঁধার আঁধারের…