দ্যা হিউম্যান ক্রাইসিস- আলবেয়ার কাম্যু (১৯৪৬)
আমি সবসময় এটা মেনে চলেছি যে একটা দেশ/জাতি তার নায়কদের জন্য যতোটা দায়ী, খলনায়কের জন্যও ততোটাই দায়ী। একইভাবে সভ্যতা, বিশেষ করে শ্বেতাঙ্গ সভ্যতাকে তাদের সফলতা আর স্বেচ্ছাচারিতার জন্য সমান দায়ী করা উচিত।