[Robert Frost-এর A Minor Bird -এর অনুবাদ]
আমার মনে হত পাখিটা যেন একেবারে চলে যায়-
উড়ে
দূরে।
আমারই জানালার পাশে সারাক্ষণ কেন এই গান গাওয়া!
দূরে অন্য কোথাও চলে যাক সে।
কথাবলা এই পাখি
আমাকে বিদীর্ণ করে দিত যেন
এটা সেটা করে আমিও তাড়িয়ে দিতাম তাকে।
কিছু একটা গোলমাল হয়ত আমার ভেতরেও আছে
তা নাহলে কেন বারবার আমার
থামিয়ে দিতে ইচ্ছে করে এইসব সুর মেশানো গান!
—
A Minor Bird -Robert Frost
— —
I have wished a bird would fly away,
And not sing by my house all day;
Have clapped my hands at him from the door
When it seemed as if I could bear no more.
The fault must partly have been in me.
The bird was not to blame for his key.
And of course there must be something wrong
In wanting to silence any song.
Good man 😌