আদেশের অপেক্ষায় – টোবায়াস উলফ এর ছোটো গল্প
সার্জেন্ট মোর্স তার অফিসকক্ষে বসে নাইট ডিউটি পালন করছিলেন। এমন সময় একটা কল আসলো। এক মহিলা ফোন করেছেন। মহিলা বিলি হার্ট নামক এক ব্যক্তির কথা জানতে চাইলেন। “স্পেশালিস্ট হার্ট?” মোর্স জানতে চাইলেন, “তিনি তো এক সপ্তাহ আগেই ইরাকে চলে গেছেন”। “আপনি নিশ্চিত? প্রত্যুত্তরে মহিলা বললেন, “সে তো এ ব্যাপারে কিছুই জানিয়ে যায়নি”। “আমি একদম নিশ্চিত।”…