Robert Frost-এর A Minor Bird -এর অনুবাদ
[Robert Frost-এর A Minor Bird -এর অনুবাদ] আমার মনে হত পাখিটা যেন একেবারে চলে যায়- উড়ে দূরে। আমারই জানালার পাশে সারাক্ষণ কেন এই গান গাওয়া! দূরে অন্য কোথাও চলে যাক সে। কথাবলা এই পাখি আমাকে বিদীর্ণ করে দিত যেন এটা সেটা করে আমিও তাড়িয়ে দিতাম তাকে। কিছু একটা গোলমাল হয়ত আমার ভেতরেও আছে তা নাহলে…