আমি একজন শরণার্থী
জনাব, আমায় ক্ষমা করবেন, আমি আপনার উঠোনে এসেছি একজন শরণার্থীর বেশে। আমাকে দয়া করে ক্রীতদাস ভাববেন না! আমাকে একজন মানুষ হিসেবে গ্রহণ করুন। আমাকে ঘৃণা করবেন না; আমাকে নিয়ে ইতস্তত হবেন না। আমি একজন কবি; আমার পঙক্তিগুলো দেয়াল অলংকৃত করে আর দূর-দূরান্তের মানুষ আমার কবিতা আবৃত্তি করে। আপনারা কি আমায় গ্রহণ করবেন আপনাদের মাঝে একজন…