অনুবাদ জ্ঞান বিতরণেও লাগে, বিনোদনেও লাগে। অন্য ভাষার তথ্য নিজের ভাষাভাষী মানুষকে ছড়িয়ে দিতেও লাগে, আবার নিজের ভাষার গর্ব করার মত বিষয়গুলো বিশ্বের দরবারে তুলে ধরতেও লাগে। তাই, অনুবাদকদের আড্ডা, অনুবাদ নামক শক্তিশালী হাতিয়ারের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে সংকল্পবদ্ধ।