মমির সাথে কিছু কথা- এডগার এ্যালান পো (১৮৫০)
গতকাল সন্ধ্যার সেমিনারটাতে থাকা আমার জন্য যারপরনাই কঠিন ছিল। তন্দ্রার সাথে সাথে, প্রচন্ডরকম বিরক্তিকর মাথাব্যথায় চোখে অন্ধকার দেখছিলাম। তাই, বাইরে গিয়ে অযথা সময় নষ্ট করার চেয়ে রাতে হালকা খেয়ে একটা কড়া ঘুম দেয়াটাই আমার কাছে কেন জানি ভাল মনে হচ্ছিল। . রাতের একটা হালকা খাবার হলেই চলে আমার। খাবারের পাতে ওয়েলশ র্যাবিট আমার খুব পছন্দ।…