কেইট শোপেনের গল্পঃ এক জোড়া রেশমি মোজা
ক্ষুদ্রাকায় মিসেস সমারস একদিন হঠাৎ করেই নিজেকে পনেরো ডলারের মালিক হিসেবে আবিষ্কার করলো। তাঁর কাছে এই পনেরো ডলারই একটা বেশ মোটা অঙ্কের টাকা মনে হলো। আর টাকাটা তাঁর পুরনো জীর্ণ পার্সটাকে যেভাবে ঠেসে স্ফীত করে তুলেছিলো, সেটা দেখে সে এক ধরনের গৌরব অনুভব করলো, যে অনুভূতি সে বহু বছর উপভোগ করেনি। বিনিয়োগের চিন্তাটা তাঁর মনকে…