দ্যা ভিঞ্চি এবং ধরিত্রী দীপ্তি ধাঁধাঁ
যখন আকাশে একটি পূর্ণালোকিত চাঁদ উঠে, তখন চাঁদের ধরিত্রীমুখী অংশটুকু সূর্য দ্বারা প্রজ্বলিত হয়ে উঠে যা চন্দ্রপৃষ্ঠে প্রতিফলিত হয়ে আমাদের নিকট নেমে আসে। যদিও চাঁদ দিগন্তে সরু একটি রুপালী বিন্দু, তারপরেও কখনো কখনো আপনি উজ্জ্বল অর্ধচন্দ্রাকার শৃঙ্গদ্বয়ের উপর সম্পূর্ণ চাঁদের আভা দেখতে পাবেন। সূর্যালোক আমাদের গ্রহ হতে প্রতিফলিত হয়ে চন্দ্রাপৃষ্টে আপতিত হয়ে আবারও আমাদের কাছে…