বিরহিণী চোখ জ্বলতে থাকে (Pyar ki Dhun সিনেমার চমৎকার একটি গান)

বিরহিণী চোখ জ্বলতে থাকে
কষ্টগুলো তৃষ্ণার রুপ নিতে থাকে
মনের এ ঘর জীর্ণ,
তবু ঘরেই নিজেকে লুকিয়ে রাখে…
রাতের ঘড়ির বিছানায় তবে কি শুধু কাঁটাই থাকে?

এ কি দিনের আলো?
নাকি আকাশ থেকে আগুন ঝরছে?
বিরহিণী চোখ জ্বলছে,
কষ্টগুলো তৃষ্ণার রুপ নিচ্ছে!

ব্যথার শিখা পুড়ে করে দেয় দেহমন ছাড়খার
মনের নৌকা কষ্ট-নদীতে ডুবে হয় একাকার
দেখছো যেমন জীর্ণ দশায় আজ এই বিরহিণীকে
ছিঁড়েখুঁড়ে যেন ছুঁড়ে ফেলে দেয়া হয়েছে একটা পাখিকে

শুকনো নদীর হয়না যেমন সাগরের সাথে মিলন
বিরহিণী চোখ তেমনি জ্বলে, তৃষ্ণায় হয় মরণ।

একলা একলা দিন, আর মিশকালো এই রাত
ব্যথার পাতাল থেকে যেন আসে মৃত্যুর সওগাত
মনের ক্ষত বিঁধছে ভীষণ, লাগছে যে খুব ভারী
সর্বক্ষণ চলছে প্রেষণ, শ্বাস নিতে চায় আড়ি

মনের ভেতর ঝড়, তবু বিরহিণী নিশ্চুপ
চোখ জ্বলছে বিরহিণীর, কষ্ট নিচ্ছে তৃষ্ণার রুপ…

 

Lyrics – Javed Akhter
Music – Shantanu Moitro
Singer – Shuva Mudgal
Movie – Pyaar ki Dhun

অসাধারণ সুন্দর এই গানটা ডাউনলোড করতে পারেন এই ঠিকানা থেকে।

প্রত্যুত্তর দিন

আপনার ইমেইল প্রকাশিত হবে না। Required fields are marked *