কসমস (১৯৮০) এপিসোড ১০ বাংলা সাবটাইটেল

কসমসের দশম এপিসোড, The Edge of Forever বা নিরন্তরের প্রান্তে আপনাদেরকে স্বাগতম। এটা কসমসের অন্যতম চমৎকার একটা এপিসোড। আজ আমরা ব্রহ্মাণ্ডের যাত্রা দেখবো, এর শেষ প্রান্ত পর্যন্ত যাবো। আর দেখবো, ব্রহ্মাণ্ডের নিয়তি কেমন হতে পারে। আর জিনিসটাকে সহজ করার জন্য আমরা নিয়ে এলাম – মাতৃভাষা বাংলায় এই এপিসোডটির সাবটাইটেল।

অনুবাদ সম্পাদনা
ফরহাদ হোসেন মাসুম

অনুবাদ দল
কৌশিক রায়
ইশতিয়াক অয়ন
এবং ফরহাদ হোসেন মাসুম

02. onubadokder adda

এপিসোড ১০ বাংলা সাবটাইটেল –
Episode 10 – The Edge of Forever, এখানে ক্লিক করে ডাউনলোড করুন

.
সকল এপিসোডের ভিডিও ডাউনলোড লিংক –
কসমস ডাউনলোড লিংক

মানুষের জন্মের সময়ের কোনো স্মৃতি পরিণত বয়সে আর থাকে না। জন্মের সময়কার সেই স্মৃতি তাই এক রহস্য। জন্মের আগে কী ছিলো আর মৃত্যুর পরে কী হবে, তাও এক রহস্য! ব্রহ্মাণ্ডের ব্যাপারেও একই রহস্য নিয়ে মানুষ ভেবেছে আদিকাল ধরে। কী ছিলো ব্রহ্মাণ্ডের আগে? কী হয়েছিলো ব্রহ্মাণ্ডের সৃষ্টির সময়? কী হবে ব্রহ্মাণ্ডের মৃত্যুর সময়? মৃত্যু হবে? নাকি এভাবেই চলতে থাকবে? আমরা মুখোমুখি হই সবচেয়ে রহস্যময় এক প্রশ্নের। এমন এক প্রশ্ন, যা আগে শুধু ধর্ম আর পুরাণের বিষয়বস্তু ছিলো।

episode 10-1-1
কিন্তু এখন আমরা সেই প্রশ্নের মোকাবেলা করবো বিজ্ঞান দিয়ে, সততা আর যত্নের সাথে পর্যবেক্ষণ করে। পুরাণ, ধর্ম, আর বিজ্ঞানের সবগুলো সম্ভাবনাকেই আমরা যাচাই করে দেখবো। এই পর্বে কার্ল সেগান ভারতেও গিয়েছিলেন, হিন্দু ধর্মের ব্রহ্মাণ্ড দর্শন নিয়ে আলোচনা করার জন্য। আমরাও তার যাত্রায় শরীক হবো। বিজ্ঞানের সেই যাত্রায় আমরা দেখবো চোখ ধাঁধানো, অন্তরাত্মা কাঁপিয়ে দেয়া সব সম্ভাবনা। আমরা মুখোমুখি হবো সসীম, কিন্তু নিরন্তরের। আমরা দেখবো, ধর্ম আর বিজ্ঞানের অপূর্ব সব অনুমান!

episode 10-3
আসুন, ঘুরে আসি Edge of Forever থেকে।

প্রত্যুত্তর দিন

আপনার ইমেইল প্রকাশিত হবে না। Required fields are marked *