শবযাত্রার বিষণ্নতা – ডব্লিউ এইচ অডেন

images

বন্ধ করে দাও সব ঘড়ি, কেটে রাখো টেলিফোনের তার,
সরস একটা হাড় দিয়ে থামাও ঘেউ ঘেউ কুকুরটার।
নীরব করে দাও পিয়ানোগুলোকে; শুধু চাপা একটা সুরের সাথে
নিয়ে এসো শবাধার। যোগ দিক ওরা শবযাত্রাতে।

মাথার ওপর চক্কর দিক এরোপ্লেনগুলো, আর সেই
মৃদু গোঙানির মাঝে আকাশে লিখে দিক, ‘সে নেই।’
রাস্তার শুভ্র কপোতগুলির গলায় বেঁধে দাও ফিতে,
কালো দস্তানা পড়ুক ট্রাফিক পুলিশেরও হাতে।

আমার উত্তর, দক্ষিণ, আমার পূব আর পশ্চিম ছিল সে,
আমার রোজকার কাজ, আমার বিশ্রাম সপ্তাহের শেষে।
ছিল সে আমার দুপুর, মাঝরাত, আমার কথা, আমার গান।
ভেবেছিলাম ভালোবাসা চিরকালের; আজ ভুল জানলাম।

চাই না আজ তারাদের; সবকটাকে নিভিয়ে দাও।
বাক্সে পুরে চাঁদটাকে, খুলে ফেলো সূর্যটাও।
ঢেলে ফেলো সাগরের জল, দূর হোক বনানী।
ওসব আর আসবে না কোনো কাজে… কোনোদিনই।

মূল: Funeral Blues – W. H. Auden

প্রত্যুত্তর দিন

আপনার ইমেইল প্রকাশিত হবে না। Required fields are marked *