ভালোবাসার পরের ভালোবাসা — ডেরেক ওয়ালকট

love+after+love

সময় আসবে
যখন বিশুদ্ধ আনন্দে উচ্ছসিত তুমি
নিজেকে আলিঙ্গন করবে
নিজের দরজায়, নিজের আয়নায়
এবং তুমি আর ‘তুমি’ দুজনের ঠোঁটের কোণেই
ফুটে উঠবে মুচকি হাসি, আলিঙ্গনে।

এবং যা বলার আছে বলো,
বসো এখানে, খেয়ে নাও।

তুমি আবারো ভালবাসবে
সেই আগন্তুককে,
আগন্তুক তোমারই ছদ্মবেশ।

কাছে ডাকো তাকে। পানাহার করাও।
সর্বোপরি হৃদয়টা তাকে ফেরত দাও
যাকে ভালবেসে এসেছো

শুরু থেকে, অবহেলাও করছো সেই শুরু থেকেই
অন্য কিছু পাওয়ার আশায়। অথচ
সেই তোমাকে হৃদয় দিয়ে বোঝে।

নামাও সব প্রেমপত্র তোমার ঐ
বুকশেলফ থেকে! সরাও সব ছবি!
তুলে ফেলো নিজের প্রতিবিম্ব
আয়না থেকে!

বসো, জিরোও।
ভোগ করো নিজেকে,
জীবনকে।

মূলঃ লাভ আফটার লাভ

প্রত্যুত্তর দিন

আপনার ইমেইল প্রকাশিত হবে না। Required fields are marked *