অনুবাদ সম্পাদনা
অনীক আন্দালিব
ফরহাদ হোসেন মাসুম
অনুবাদ দল
আশফাক হোসেন সুইট, রাসেল মাহমুদ, নির্ঝর রুথ ঘোষ,
জুনায়েদ কবির, আমিনুল ইসলাম, বিলাস কুমার সাহা,
আত্রলিতা নিশি, এবং আমর আসাদ,
অনীক আন্দালিব, ফরহাদ হোসেন মাসুম
বাংলা সাবটাইটেল-
এখানে ক্লিক করে ডাউনলোড করুন
প্রথম পর্বের বাংলা সাবটাইটেল দেখুন, এখানে
দ্বিতীয় পর্বের বাংলা সাবটাইটেল দেখুন, এখানে
কাহিনী সংক্ষেপঃ
রাজা আর তার সভাসদগণ,
করেছে রাণীকে অপহরণ
আর করেছে তাকে বন্দী
সমুদ্র হবে মোদের,
আর ক্ষমতা হবে নিজেদের
করবোনা কারো সাথে সন্ধি
ইয়ো-হো, সবাই মিলে
ওড়াও নিশান আকাশে
টানো হে, চোর-ভিখারির দল
মরবে না আর ত্রাসে
********
শেষ পর্যন্ত গানটা গেয়েছে জলদস্যুদের দল, এটার জন্যে অপেক্ষা করছিলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড কাটলার বেকেট। এই দিনের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করেছে সে, এই দিনের জন্য নিজেকে অনেকদিন ধরে প্রস্তুত করেছে সে। ওদিকে আরো হিংস্র হয়ে উঠেছে Davy Jones, Flying Dutchman এর কামান গর্জন করছে গোটা আটলান্টিকে। পুরনো হিসেব-নিকেশ সব খোলাসা হবে পৃথিবীর শেষ প্রান্ত, At World’s End এ গিয়ে।
ফুল ট্রিলজির স্পয়লারহীন রিভিউ –
Read here
Pirates of the Caribbean – On Stranger Tides (2011) er subtitle ta load dien vai…r a rokom uddoger jonne DHONNOBAD.
সরি ভাই, স্ট্রেঞ্জার টাইডস হয়তো আমরা করবো না। তবে সাবসিনে একটা আছে, কেউ একজন করেছে।
ভাই কাজ হয় না তো।zip আসে শুধু।
Zip ফাইলটাকে আনজিপ করে নিতে হবে। 7zip or WinRAR ব্যবহার করুন। তাহলে ভেতরে সাবটাইটেল ফাইল পাবেন।
1. Black Widow 2020
2. Pain & Gain 2013
3. The day the earth stood still 2013
ভাই আপনারা উপরের মুভি গুলোর বাংলা সাব করে দিলে উপকৃত হতাম।