বৃষ্টিকারিগর

আমি হাঁটছি,
অন্য দশটা ছুটির দিনের মত
আমি আজও ঘুরতে বের হয়েছি ।
ঘুরতে ঘুরতে এই মরু এলাকায় এসে পড়ব এটা অবশ্য ভাবিনি ।

এই আমার এক অভ্যাস,
সময় পেলেই কোথাও বের হয়ে যাই ।
একলা একলা এইভাবে
বিস্ময় নিয়ে ঘুরতে অবশ্য আমার মোটেও খারাপ লাগে না ।
বরং খুব উপভোগ করি,
কত জায়গায় যে গিয়েছি তার ঠিক নেই ।
পাহাড়-পর্বত, নদী-নালা, সাগরতীর, বন-বাদাড়, নতুন কোন শহর, বিস্তীর্ণ প্রান্তর সবখানেই যাই ঘুরে ফিরে ।

কত নতুন কিছু দেখা হয়,
নতুন গান শোনা হয় ,
নতুন নতুন চিন্তা আসে মাথায় ।
বন্ধুরা বলে মাথায় নাকি আমার হালকা ছিট আছে ।
তা বলুক,
তবে আজ এই ধু ধু তেপান্তরে হেটে আরাম পাচ্ছি না ।
এই গরমে আজ বের হওয়া উচিত হয়নি ।

হাটতে হাটতে ক্লান্ত হয়ে যখন একটু জিরিয়ে নিচ্ছিলাম,
কেন জানি মনটা খারাপ হয়ে যায় ।
তার কথা হঠাৎ নতুন করে মনে পড়ে ।
আসলে এইসব ঘুরে বেড়ানো,
যাযাবরের মত দিনযাপন করা
সবই তো তার কাছ থেকে পালানোর চেষ্টা,
এত চেষ্টা করেও লাভ কি হলো?

মনের চাপা কষ্টতো ঠিকই উঁকি দেয়,
কি দরকার ছিল তখন কাছে আসার?
আজ যদি এমন যোজন যোজন দূরে থাকতে হয় দুজনকে?
দরকার ছিল না, কিছুই দরকার ছিল না ।
তোমার কাছ থেকে এতদূরে এসেও কি পালাতে পারলাম?
তুমিই বা কি ভালো আছো?
মিথ্যে বলো না, আমি হৃদয় দিয়ে চিনি তোমাকে ।
আমি জানি তুমিও এমন ছটফট করো আমার মত ।
মাঝরাতে যখন ঘুম আসে না তখন আকাশের তারায় আমায় খোঁজ ।
হাতের কাছের ওই তারাগুলো অনেক দূরের মনে হয়, তাই না?
আমিও যে ওই তারায় তোমায় খুঁজে ফিরি ।

আচ্ছা, তোমার মনে পড়ে
যে একরাতে হঠাৎ পাগলা হাওয়ার সাথে বৃষ্টি নেমেছিল?
তুমি বাচ্চা মেয়ের মত বৃষ্টিতে ভেজার আবদার করলে,
আমার শত বারণে কান দিলে না ।
যখন তোমায় থামাতে চাইলাম
তুমি উল্টো আমাকে টেনে নিয়ে গেলে ।
ছোট্ট ছাদটায় সেদিন আমরা
অনেকক্ষণ ভিজেছিলাম, আর ভালবেসেছিলাম ।
গভীর মমতায় একে অপরকে ।
সেটাই ছিল আমাদের শেষ বৃষ্টিতে ভেজা ।

আচ্ছা, আরেক বার বৃষ্টি নামতে পারে না?
যে বৃষ্টি মাটির ফাটলের মত
হৃদয়ের সব চিড় মিলিয়ে যাবে ।
আমাদের প্রতিটি রোমকূপ দিয়ে
সেই বৃষ্টি ঢুকে যাবে
আর প্রকৃতির মতই আমাদেরও বদলে দেবে ।
চোখের জল আর থাকবে না,
বন্যার মত সেই বৃষ্টি সব ভাসিয়ে নিয়ে যাবে ।

পারি না আমরা আরেকটি বার নতুন করে সব স্বপ্ন সাজাতে?
এমনি করে আর কতদিন
নিজেদের অস্বীকার করার বৃথা চেষ্টা করে যাবো ?
তার চেয়ে বৃষ্টি নামুক,
সেই রাতের মত আরেক বার বৃষ্টি নামুক ।
সব বেদনা মুছে নিয়ে যাক ।
মনের ধূ ধূ প্রান্তরে নতুন করে ভালবাসার বীজ বুনে দিয়ে যাক ।

অলস দুপুরে তপ্ত সূর্যের দিকে তাকিয়ে তাই ভাবতে ইচ্ছে করে ।

[ Iron Maiden এর RainMaker  অবলম্বনে ]

লিরিকস

প্রত্যুত্তর দিন

আপনার ইমেইল প্রকাশিত হবে না। Required fields are marked *