চোখের সামনেই ঘটছে বিবর্তন! (পর্ব ৩)
পর্ব ১ঃ এখান থেকে পড়তে পারেন। পর্ব ২ঃ পড়তে পারেন এখান থেকে। গত পর্বে বলেছিলাম, ৩১,৫০০ প্রজন্মে এসে Cit+ মিউট্যান্ট জন্মানোর হার এতই বেড়ে গেলো যে, তারা ঐ মিডিয়ামের একটা strain বাদে বাকি সব strain-এর ব্যাকটেরিয়াকে সংখ্যার দিক দিয়ে ছাড়িয়ে গেলো। এখন কথা হলো, কেন তারা একটা নির্দিষ্ট strain-কে ছাড়িয়ে যেতে পারেনি? পারেনি কারণ ঐ strain-এর ব্যাকটেরিয়াগুলো নিজেরা…