জিয়াউদ্দিনের বিতর্কিত প্রবন্ধ “হিডেন প্রাইজ”
[লে. কর্ণেল জিয়াউদ্দিন একজন মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক ছিলেন। এছাড়াও তিনি একজন তত্ত্বীয় ও দার্শনিক সেনা-অফিসার ছিলেন। ১৯৭২ সালের ২০ আগস্ট তিনি সাপ্তাহিক হলিডে পত্রিকায় “হিডেন প্রাইজ” শিরোনামে তৎকালীন সরকারের কর্মকান্ড কটাক্ষ করে একটি প্রবন্ধ লেখেন। প্রবন্ধে তিনি জাতির দুর্দশার অবস্থা বর্ণনা করে কর্তৃপক্ষের প্রতি নিজের হতাশা ব্যক্ত করেন। এছাড়াও তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯…