প্রাণের সূতিকাগার
পিটার মিচেল ছিলেন এক খেয়ালি প্রকৃতির লোক। যুক্তরাজ্যের কর্নওয়ালে এক পুরনো জমিদারবাড়ি ঘষেমেজে সেখানেই তিনি তাঁর গবেষণাগার প্রতিষ্ঠা করেন। কর্মজীবনের বেশিরভাগ সময় তিনি ওখানেই কাটান, আর সেখানে তাঁর গবেষণার আংশিক খরচ যোগাত পোষা এক পাল গাভী। প্রাণের সবচেয়ে মৌলিক যে প্রক্রিয়া – যেভাবে এর শক্তির চাহিদা পূরণ হয় – সে ব্যাপারে তাঁর চিন্তাধারা ছিল সমসাময়িক…