ওমেলাস ছেড়ে যারা চলে যায়- উরসুলা কে ল’ গুইন
কিন্তু ওমেলাসের কোনো রাজা নাই। তারা তলোয়ার চেনে না, না তাদের আছে দাস। তারা বর্বর না। তাদের রাজ্য কীভাবে চলে আমি জানি না, কিন্তু আমার মনে হয় তাদের নিয়মনীতি খুবই কম।
ভাল অনুবাদের প্রত্যাশায় ও পরিশ্রমে…
কিন্তু ওমেলাসের কোনো রাজা নাই। তারা তলোয়ার চেনে না, না তাদের আছে দাস। তারা বর্বর না। তাদের রাজ্য কীভাবে চলে আমি জানি না, কিন্তু আমার মনে হয় তাদের নিয়মনীতি খুবই কম।
আমি সবসময় এটা মেনে চলেছি যে একটা দেশ/জাতি তার নায়কদের জন্য যতোটা দায়ী, খলনায়কের জন্যও ততোটাই দায়ী। একইভাবে সভ্যতা, বিশেষ করে শ্বেতাঙ্গ সভ্যতাকে তাদের সফলতা আর স্বেচ্ছাচারিতার জন্য সমান দায়ী করা উচিত।
…
…