মাদাম কুরিকে আইনস্টাইনের চিঠি

মাদাম কুরিকে আইনস্টাইনের চিঠি

১৯১১ সালের নভেম্বর, মাদামোয়াজেল মেরি কুরি তাঁর দ্বিতীয়বারের নোবেল বিজয়ী (রসায়নে) হওয়া থেকে মাত্র ১ সপ্তাহ দূরে ছিলেন। ১৯০৩ সালে কুরি প্রথমবার পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী হন, এবং দ্বিতীয়বারের মত নোবেল বিজয় তাকে দুর্লভ সম্মান এনে দিয়ে অতি-অসাধারণ এক এলিট শ্রেণীতে অন্তর্ভুক্ত করে যে শ্রেণীর সবাই ২বার নোবেল পুরষ্কার পেয়েছেন। এখনো পর্যন্ত মাত্র ৪ জন ব্যক্তি ২বার…