এমিলি ডিকিন্সনের কবিতা সংগ্রহ থেকে-I measure every Grief I meet
আমি সব দুঃখকে মেপে নিই সূক্ষ, সতর্ক দৃষ্টিতে- ভাবি এরা কি আমারগুলোর মতই ভারী- নাকি অপেক্ষাকৃত হালকা, নিক্তিতে। আমি ভাবি তারা কি এর ভার বইছে বহুকাল ধরে নাকি শুরু করলো এইমাত্র আমি স্মরণ করতে পারিনা কবে থেকে এ ভার বইছি যেন ম্লান হয়ে গেছে অহোরাত্র। ভাবি বেঁচে থাকা কি দুঃসহ- আর যদি তারা চায় তবে…