“ফির লে আয়া দিল”- “বারফি” সিনেমার হৃদয় ছোঁয়া গান
ফের নিয়ে এলো এখানে এই অসহায় মন, কী করা যাবে? দূরে থাকা সইলো না মোর, কী করা যাবে? অন্তর বলে চলে, শেষ করে তো এসো; যে কথার হলো না শেষ, যে স্মৃতির ফুরালো না রেশ। যে স্মৃতির ফুরালো না রেশ। আজ মেনেই নিলাম, কী করা যাবে? ভুল যে করেছি আমি কী করা যাবে? অন্তর বলে…