কালাহারি মরুভূমি! গহীন মরুভূমিতে, তথাকথিত সভ্য মানুষের ছোঁয়ার বাইরে থাকে আদিবাসী বুশম্যান গোষ্ঠী। তারা জানেও না, মানুষ প্রযুক্তিগত দিক থেকে কতদূর এগিয়ে গেছে। মানুষ মাটি আর পানি জয় করে আকাশেও পাড়ি জমিয়েছে। একদিন সেই আকাশ থেকে একটা জিনিস তাদের কাছে এসে পড়লো, একটা কাঁচের কোকের বোতল। সাদাসিধে বুশম্যান কি~কো’র পরিবারে সেই বোতলের জন্য নেমে এলো চরম দুর্ভাগ্য। তাই কি~কো সিদ্ধান্ত নিলো, সে পৃথিবীর শেষ প্রান্তে যাবে, এই অশুভ বস্তুটা ফেলে দিয়ে আসবে। ওদিকে তার জন্য অপেক্ষা করেছে তথাকথিত সভ্য জগতের যত জারিজুরি!
চমৎকার এই সিনেমাটার বাংলা সাবটাইটেল করলাম আপনাদের জন্য। কেমন হয়েছে, সেটা আপনারাই জানাবেন। আপনাদের সুবিধার জন্য দুই পর্বের ডাউনলোড লিংকও নিচে দিয়ে দিলাম। প্রথমটার ভালো প্রিন্ট (WebRip, 1080p, YTS/YiFi) পেয়েছি, সেটার সাথে মিল রেখেই সাবটাইটেল বানিয়েছি।
The Gods Must Be Crazy [Part 1]
বাংলা সাবটাইটেল – ডাউনলোড করুন
মুভি ডাউনলোড করার জন্য – গুগল ড্রাইভ লিংক
উপভোগ করুন, সবার সাথে শেয়ার করুন।