তার ছড়িয়ে পড়া লাবণ্য

তার ছড়িয়ে পড়া লাবণ্য

তার ছড়িয়ে পড়া লাবণ্য লর্ড বায়রন তার ছড়িয়ে পড়া লাবণ্য যেন মেঘখন্ড বিহীন রাতের আকাশের  অগুনিত তারার মতন প্রায় এবং এই আলো ঝলমলে রাতটাও তাকে ঘিরে ধরে চোখ ছুঁয়ে যেতে চায় । ঐ আলো মেশানো চোখ দেখে যাবতীয় পার্থিব অপার্থিব আনন্দকেও অস্বীকার করতে পারি। মাঝেসাঝে মেঘ তারার খুনসুটিতে চোখ লেগে আসলেও বেনামী কিছু হাসিখেলা, তার…

প্রিয়, এ তোমার কেমন অভিমান (রেইনকোট সিনেমার গান)

প্রিয়, এ তোমার কেমন অভিমান (রেইনকোট সিনেমার গান)

রেইনকোট সিনেমার Piya Tora Kaisa Abhimaan গানটির অনুবাদ (নিচে আসল গানের লিংক আছে) female: প্রিয়, এ তোমার কেমন অভিমান! male: কোনো এক মৌসুমী বাতাসের ঝাপ্টা এসেছিলো, এই দেয়ালে ঝুলতে থাকা ছবিটাকে উড়িয়ে নিয়ে গিয়েছিলো। গেলো বছরে এই দেয়াল এতটা জীর্ণ ছিল না কিন্তু! কেন যেন এবার অনেক জায়গায় শ্যাওলা পড়ে গেলো, ফাটল ধরে গেলো, শ্যাওলা…

রোগ নির্মূলকরণ

রোগ নির্মূলকরণ

যখন একটি রোগ একটি অঞ্চলে ছড়ানো বন্ধ হয়ে যায়, এটা ধরে নেওয়া হয় যে এটা সেই অঞ্চল থেকে নিশ্চিহ্ন হয়েছে। উদাহরণস্বরূপ, ব্যাপক টিকাদান কার্যক্রমের ফলে পোলিও ১৯৭৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। যখন একটি বিশেষ রোগ সারা বিশ্ব থেকে নিশ্চিহ্ন হয়েছে, এটা নির্মূল হয়েছে বলে ধরা হয়। আজ পর্যন্ত, মানুষের একটি মাত্র সংক্রামক…