হে বসন্ত! – উইলিয়াম ব্লেইকের কবিতা

Colorful_spring_garden

হে বসন্ত!

তোমার ঐ শিশিরসিক্ত কেশ!
তুমি সকালের পরিষ্কার জানালা দিয়ে
চোখ ফেলো নিচে, এখানে।
তোমার ঐশ্বরিক চোখ ঘুরাও
আমাদের পশ্চিম দ্বীপটায়,
যেখানে পুরো গানের দল তোমাকে
উৎযাপনের তরে ছোটে, হে বসন্ত!

পাহাড় গুলো কথা বলে
একে অন্যের সাথে।
উপত্যকারা কান পেতে শুনে।
আমাদের আকাঙ্ক্ষায় ভরা চোখগুলো
তাকিয়ে থাকে তোমার উজ্জ্বল
প্যভিলিয়নের দিকেঃ সামনে এসো
এবং তোমার পবিত্র পদচিহ্ন ফেলো
আমাদের এই জলবায়ুতে।

এসো আমাদের পুবের পাহাড়ে,
আমাদের বাতাসকে চুমু খেতে দাও
তোমার সুগন্ধি পোশাকে।
তোমার সকাল আর সন্ধ্যায় ফেলা নিঃশ্বাসের
স্বাদ নিতে দাও আমাদের।
তোমার মুক্তো ছড়িয়ে দাও
আমাদের এই প্রণয় পীড়িত ভূমির উপর,
এ ভূমি যে তোমার লাগিই কাঁদে।

তাকে সামনে ঠেলে দাও তোমার ঐ সুশ্রী আঙুলের ছোঁয়ায়,
তোমার নরম চুমু গুলো ঢেলে দাও তার বক্ষে,
পরিয়ে দাও তোমার সোনালী মুকুট তার মাথায়,
তার বিনয়ী কেশ তো তোমার জন্যই বাঁধা।

মূলঃ টু স্প্রিং— উইলিয়াম ব্লেইক

প্রত্যুত্তর দিন

আপনার ইমেইল প্রকাশিত হবে না। Required fields are marked *