প্রকৃতি যখন ডাকে
জীবন জীবনের মতই চলে। আর তাই, এমনকি হোলি আর্টিজানে ঘটে যাওয়া ভয়ঙ্কর গণহত্যার পরেও, অধিকাংশ নগরবাসী তাদের মূল ঠিকানায় ফিরে এসেছে। ভালোবাসার চেহারাটা পুনরায় দেখার, মায়ের কোলের উষ্ণতাটুকু পাওয়ার, আর এর ভেতরের অন্তর্নিহিত শান্তিটুকু ফিরে পাওয়ার প্রয়োজনীয়তা এবার হয়তো অন্যান্যবারের তুলনায় বেশি। তাই আমি কিছু দিন আমার পিতা মাতা ও আত্মীয় স্বজনের সাথে কাটাতে খুলনার…