দ্য ডেথ ডিস্ক- মার্ক টোয়েইন
কর্নেল ম্যাফেয়ার যৌথ বাহিনীতে তার র্যাঙ্কের সবচেয়ে কমবয়সী অফিসার। বয়স মাত্র ত্রিশ হওয়া সত্ত্বেও তিনি একজন সুদক্ষ সৈনিক। কারণ তিনি তার মিলিটারি জীবন শুরু করেছিলেন সতেরো বছর বয়সে। বহু যুদ্ধে লড়াই করেন তিনি। সেসব যুদ্ধের ময়দানে শৌর্য, সাহসিকতা প্রদর্শনের মাধ্যমে, ধাপে ধাপে তিনি অর্জন করেছেন প্রশাসনের মানুষদের মাঝে উঁচু স্থান। কিন্তু এখন তিনি বিশাল এক…