বাতাস –
দেখতে নাও যদি পাই,
ঘাসে দোলা দিয়ে যাবে।
ঝড় –
দেখতে নাও যদি পাই,
গাছে দোলা দিয়ে যাবে।
তোমায়
দেখতে নাও যদি পাই,
আমায় দোলা দিয়ে যাবে।
দেখতে পাই না যাকে,
সকল দেখার চেয়ে সে
অনেক বেশি শক্তি ধরে।
মূলঃ 보이지 않아도 (What can’t be seen)
[কবির নাম পাওয়া যায় নি। কবিতাটি কোরিয়ার একটি দেয়াল লিখন থেকে নেয়া।]