ফের

চোখ রগড়ে ব-ড় করে তাকিয়েও
দেখতে না পাওয়া
দৃঢ় সূত্র এক।
তুমি আমার
সেই প্রথম দিনের হাওয়া…
পর্বতমালা দুভাগ করে,
সমুদ্রের বুক চিরে – আমারই কাছে এলে!

– কিম জি হন

mdmi0V1

মূলঃ 인연 (Destiny)

প্রত্যুত্তর দিন

আপনার ইমেইল প্রকাশিত হবে না। Required fields are marked *